সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং দলীয় কৌশল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের পর আজ (২২ মে) বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকগুলোতে আগামী দিনের আন্দোলনের নতুন কৌশল, বিরোধী দলগুলোর সঙ্গে সমন্বয়, এবং দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের নানা সিদ্ধান্ত ও সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক নিয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং দলের অবস্থান ও পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংবাদ সম্মেলন বিএনপির পরবর্তী আন্দোলনের রূপরেখা ও রাজনৈতিক কৌশল প্রকাশের একটি প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। এতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেওয়ার সম্ভাবনাও রয়েছে।