সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০-তে উন্নীত করার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, “আগে নারী আসন ছিল ৩০, পরে ৪৫ এবং এখন ৫০। এবার আমরা ৫০টি নতুন আসনের প্রস্তাব করেছি। প্রায় সব দলেরই একই মত। তবে নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি।”
সরাসরি নির্বাচন বা ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে আপাতত দ্বিধা রয়েছে বলেও জানান সালাহউদ্দিন। তার ভাষায়, “আমরা মনে করি, এই পদ্ধতি এখনো সংসদীয় সংস্কৃতিতে ফিজিবল নয়। কিছু সময় ও অভ্যাসের মধ্য দিয়ে ভবিষ্যতে সরাসরি নির্বাচনের পরিবেশ তৈরি হবে।”
নারীদের ক্ষমতায়নে আসন সংখ্যা বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, “নারী সমাজ এখনো পিছিয়ে। পাশাপাশি বিশেষভাবে সক্ষম নারীদের জন্যও সংরক্ষিত আসনের ব্যবস্থা রাখা যেতে পারে।”
বিরোধী দলের সদস্যদের কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে কয়টি পদ ও কোন মন্ত্রণালয় তা সংসদে আলোচনা করে চূড়ান্ত হবে। বিরোধী দলের আকার বিবেচনায় এই সংখ্যা নির্ধারিত হবে।”