বিএনপি কেবল ক্ষমতার লোভে রাজনীতি করে—এই অভিযোগের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে, জনগণের ভোটের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় যেতে চাই।” বৃহস্পতিবার (৮ মে) সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রয়াত আইনজীবী এ জে মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দেশের রাজনীতি এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে। অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো গণতন্ত্র এখনও অনিশ্চয়তার মধ্যে। ১৫ বছর ধরে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই চলছে, কিন্তু এখনও সফল হওয়া যায়নি।”
ফখরুল অভিযোগ করেন, দেশের ৯০ শতাংশ আমলা এখনো ‘ফ্যাসিস্ট সরকারের’ সহযোগী। তিনি বলেন, “অনির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কল্যাণ সম্ভব নয়। খালেদা জিয়া আজও দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, আর বিএনপির হাতেই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ।”
অর্থনীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “বিদেশি বিনিয়োগ কমছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, পোশাক খাত ধসে পড়ছে, অথচ সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”
‘করিডোর ইস্যু’ নিয়ে সতর্কতা জানিয়ে তিনি বলেন, “আমরা মানবতার পক্ষে, তবে কোনো সিদ্ধান্ত যেন জাতীয় স্বার্থের বিরুদ্ধে না যায়।”