রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। রোববার (২৫ মে) রাতে সাবেক কমিশনার কাইয়ুমের বাসার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুল আহসান সাধন গুদারাঘাট ৪ নম্বর রোডের একটি চায়ের দোকানে বসে ছিলেন। সে সময় মাস্ক পরা দুই দুর্বৃত্ত হঠাৎ সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন বলেন, গুলির সময় কামরুলসহ আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। হামলাকারীরা গুলি করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে গুলশান ও বাড্ডা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য কামরুল আহসানের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে।