ডিসেম্বর ২০২৫-এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে বর্তমান সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দলের স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ড. মোশাররফ বলেন, “জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জনগণের হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য সরকার গঠনের লক্ষ্যে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে জাতীয় নির্বাচন জরুরি। এজন্য একটি সুনির্দিষ্ট, সময়োপযোগী এবং গ্রহণযোগ্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি আমরা।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা। সরকার যদি এই বিষয়ে অনীহা প্রকাশ করে কিংবা রোডম্যাপ দিতে ব্যর্থ হয়, তাহলে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষে সহযোগিতা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে উঠবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে এবং জনগণের দাবি বাস্তবায়নে শিগগিরই নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বৃহত্তর গণআন্দোলনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান নেতারা।