Ridge Bangla

ঈদে আবারও ‘তারকা আড্ডা’য় মিম

গত কয়েক বছর ধরে ঈদে বড়পর্দায় না দেখা গেলেও ছোটপর্দায় নিয়মিত উপস্থিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেই ধারাবাহিকতায় এবারও ঈদের বিশেষ আয়োজনে অংশ নিচ্ছেন তিনি।

নাগরিক টেলিভিশন ঈদ উপলক্ষে নানা আয়োজন করেছে। নাটক ও সিনেমার পাশাপাশি থাকছে তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে অন্যতম হলো ‘তারকা আড্ডা’ ও ‘তারায় তারায়’—দুটি জমজমাট অনুষ্ঠান।

‘তারকা আড্ডা’ প্রচারিত হবে ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৮টায়। সঞ্চালনায় থাকবেন মৌসুমী মৌ। প্রথম পর্বেই উপস্থিত থাকবেন বিদ্যা সিনহা মিম। নিজের জীবন, ক্যারিয়ার ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আলাপ করবেন তিনি। মিম বলেন, “অনুষ্ঠানে নিজের গল্প বলেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।”

অনুষ্ঠানের পরবর্তী দিনগুলোতে অতিথি থাকবেন কেয়া পায়েল (দ্বিতীয় দিন), তমা মির্জা (তৃতীয় দিন), এরপর সুনেরা বিনতে কামাল, মিম মানতাসা, তাবাসসুম ছোঁয়া এবং শেষ দিনে শিরিন আক্তার শিলা।

অন্যদিকে, ‘তারায় তারায়’ নামের আরেকটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১০টায়। সঞ্চালনায় থাকবেন নীল হুরে জাহান। প্রথম পর্বে থাকবেন শবনম বুবলী। পরবর্তী দিনগুলোতে উপস্থিত থাকবেন জাকিয়া বারী মম, সাদিয়া জাহান প্রভা, সারিকা, সামিরা খান মাহি, মুমতাহিনা টয়া ও রুকাইয়া জাহান চমক।

ঈদ উৎসবকে কেন্দ্র করে সাজানো এই দুই অনুষ্ঠান নিয়ে দর্শকমহলে রয়েছে ব্যাপক আগ্রহ। আয়োজকরা আশা করছেন, ‘তারকা আড্ডা’ ও ‘তারায় তারায়’ ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে।

আরো পড়ুন