কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইটের একটি চাকায় সমস্যা সৃষ্টির পরও দক্ষতার সঙ্গে নিরাপদ অবতরণ নিশ্চিত করায় পাইলট ও ক্রুদের সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ মে) ঢাকার কুর্মিটোলায় বলাকা ভবনের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ক্যাপ্টেন জেএসএমএম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম এবং কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিনকে সাহসিকতা ও দক্ষতার জন্য সম্মাননা স্মারক প্রদান করেন।
ঘটনার পটভূমি অনুযায়ী, গত ১৬ মে দুপুর ১টা ২০ মিনিটে বিজি ৪৩৬ ফ্লাইট কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। কিন্তু উড্ডয়নের সময়ই বিমানটির একটি ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে যায়। এই বিপজ্জনক পরিস্থিতিতে বিমানটি দুপুর ২টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে শিশুসহ মোট যাত্রী ছিলেন ৭১ জন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “এই সফল অবতরণ প্রমাণ করে, আমাদের নিজস্ব পাইলট ও কেবিন ক্রু কতটা দক্ষ, সাহসী এবং দায়িত্ববান।”
সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর উপদেষ্টা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঘিরে একটি প্রেজেন্টেশনে অংশ নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালের কাজ শেষ করার নির্দেশ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।