Ridge Bangla

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দায়িত্ব পালনকালে বিসিবির নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়কারী মো. ইকরাম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

বুধবার সকালে টেস্টের চতুর্থ দিন মাঠে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে পার্শ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও এক ছেলেসন্তান রেখে গেছেন।

মো. ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বলা হয়, “সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরীর অকাল মৃত্যুতে বোর্ড গভীরভাবে শোকাহত। আমরা তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

২০০৯ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম চৌধুরী। ২০১৪ সাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে সিলেটের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আরো পড়ুন