নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী বর্ণালী সরকার সম্প্রতি মুক্তি দিয়েছেন তার নতুন মৌলিক গান ‘তুমি দূর আকাশের তারা’। গানটি প্রকাশের পর থেকে শ্রোতাদের মধ্যে ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছে।
গানটি সম্পর্কে বর্ণালী সরকার বলেন, “‘তুমি দূর আকাশের তারা’ একটি রোমান্টিক ঘরানার গান। এফ আই অনন্ত ভাই দারুণ সব কথা লিখেছেন। তাঁর লেখার মধ্যে এক ধরনের আবেগ ও দরদ রয়েছে, যা গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।” তিনি আরও যোগ করেন, “সালমান শেখ ভাই দারুণভাবে সংগীতায়োজন করেছেন। গানটি প্রকাশ পেয়েছে, এখন শ্রোতাদের ভালোবাসার অপেক্ষায় আছি। আশাবাদী, গানটি সবার ভালো লাগবে।”
গানটির সুর করেছেন বর্ণালী সরকার নিজেই, আর সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক সালমান শেখ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এরশাদ রোহান। নির্মাতা এরশাদ রোহান বলেন, “বর্ণালী সরকারের কণ্ঠ এবং গায়কী অসাধারণ হয়েছে। কথা, সুর এবং আবেগের সাথে সামঞ্জস্য রেখে ভিডিও নির্মাণ করেছি। আশা করছি গান ও ভিডিও দুটোই দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।”
মিউজিক ভিডিওতে বর্ণালীর সাবলীল উপস্থিতিও দর্শকদের নজর কাড়বে বলে প্রত্যাশা করছেন নির্মাতা ও পুরো টিম। এখন দেখার পালা, নতুন এই রোমান্টিক গানটি শ্রোতাদের ভালোবাসায় কতটা জায়গা করে নেয়।