Ridge Bangla

মুক্তি পেল বর্ণালী সরকারের নতুন গান ‘তুমি দূর আকাশের তাঁরা’

তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকারের নতুন মৌলিক গান ‘তুমি দূর আকাশের তাঁরা’ সম্প্রতি প্রকাশ পেয়েছে প্রজাপতি মিউজিক অ্যান্ড মিডিয়া’র ইউটিউব চ্যানেলে।

গানটির কথা লিখেছেন এফ আই অনন্ত, সুর করেছেন বর্ণালী সরকার নিজেই এবং সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক সালমান শেখ। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এরশাদ রোহান।

গানটি প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, “গানটির কথাগুলো বেশ রোমান্টিক ও আবেগঘন। এফ আই অনন্ত ভাইয়ের লেখায় এক ধরনের দরদ আছে, আর সালমান শেখ অসাধারণ সংগীত আয়োজন করেছেন। আমি আশাবাদী, শ্রোতা-দর্শকের ভালো লাগবে।”

ভিডিও নির্মাতা এরশাদ রোহান বলেন, “বর্ণালী সরকারের কণ্ঠ ও গায়কী চমৎকার। গানের কথার সাথে সামঞ্জস্য রেখে বর্তমান প্রজন্মের দর্শকদের রুচি অনুযায়ী দৃশ্যধারণ করা হয়েছে। আশা করছি গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।”

আরো পড়ুন