কোপা দেল রে’র শ্বাসরুদ্ধকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রবিবার ভোরে এল ক্লাসিকোর এই মহারণে অতিরিক্ত সময়ের গোলে জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি। অতিরিক্ত সময়ের শেষদিকে বার্সেলোনার হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে।
নিরপেক্ষ ভেন্যু এস্তাদিও দে লা কার্তুজায় অনুষ্ঠিত এই ফাইনালে শুরুতে পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে ২৮তম মিনিটে লামিনে ইয়ামালের কাট-ব্যাকে পাওয়া বলে জোরালো শটে স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে একবার বেলিংহাম জালে বল জড়ালেও অফসাইডের কারণে রিয়ালের গোলটি বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা দাপট দেখালেও ফিনিশিং ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি। এরপর বদলি নামা কিলিয়ান এমবাপ্পের প্রভাব ম্যাচে ফেরায় রিয়ালকে। ৭০ মিনিটে তার ফ্রি কিকে সমতায় ফেরে দলটি। ৭৭ মিনিটে কর্নার থেকে চৌমেনির গোলে এগিয়ে যায় রিয়াল।
তবে ৮৪ মিনিটে গোলরক্ষক থিবো কোর্তোয়ার ভুলে ফাঁকা জালে বল পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান ফেরান্দো তোরেস। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ২-২।
অতিরিক্ত সময়ে আক্রমণে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ১১৬ মিনিটে কুন্দে লুকা মদরিচের ব্যাকপাস কন্ট্রোল করে বুলেট গতির শটে জালে বল পাঠিয়ে কাতালানদের শিরোপা নিশ্চিত করেন। ম্যাচের শেষদিকে রিয়ালের রুডিগার ও লুকাস ভাসকেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এই নিয়ে চলতি মৌসুমে এল ক্লাসিকোর তিনটি ম্যাচেই রিয়াল মাদ্রিদকে হারাল বার্সেলোনা। লা লিগায় ৪-০, স্প্যানিশ সুপার কাপে ৫-২ এবং সর্বশেষ এই ফাইনালে ৩-২ গোলে জয় পায় তারা।
শিরোপা জয়ের আনন্দ নিয়ে বার্সেলোনা এখন প্রস্তুতি নিচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের, যেখানে তারা বুধবার মুখোমুখি হবে ইন্টার মিলানের। বর্তমানে লা লিগায় বার্সেলোনা রিয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে।