ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী অভিনীত ‘কুস্তিগীর’ অবশেষে মুক্তি পাচ্ছে, তবে প্রেক্ষাগৃহে নয়, টেলিভিশনের পর্দায়। ২০২২ সালে নির্মিত এই সিনেমাটি একই বছর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও নানা কারণে হলে মুক্তি পায়নি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি কোরবানির ঈদের দ্বিতীয় দিনে ‘কুস্তিগীর’ প্রচারিত হবে চ্যানেল আইতে।
পরিচালক শাহিন সুমন জানান, দেশের সিনেমা হল সংকট এবং ঈদের পর দর্শক উপস্থিতি কমে যাওয়ার বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, “শাকিব খানের সিনেমা হলে দখল নিয়ে নেয়, তখন অন্য সিনেমার জায়গা থাকে না।”
তবে নায়ক বাপ্পি চৌধুরী এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি কিছুই জানি না। এমনকি সিনেমার ডাবিংও শেষ হয়নি। কিভাবে সেন্সর ছাড়পত্র পেল, সেটাও জানা নেই।”
‘কুস্তিগীর’ সিনেমার কাহিনি বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলার পটভূমিতে নির্মিত। এতে কুস্তিগীর চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, আর তার বিপরীতে আছেন জাহারা মিতু। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, সাবেরী আলম ও সুব্রত। গাজীপুর, কুমিল্লা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে।
দীর্ঘদিন ঝুলে থাকা ‘কুস্তিগীর’ অবশেষে টেলিভিশনের পর্দায় দর্শকদের সামনে আসছে, যদিও এটি মুক্তি পাচ্ছে একটি ভিন্ন মাধ্যমের বাস্তবতায়।