Ridge Bangla

আ.লীগ নিষিদ্ধ করার বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত: জাতিসংঘের গোয়েন লুইস

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বুধবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

গোয়েন লুইস বলেন, “আমরা সবসময় একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। সমাজের সব শ্রেণির মানুষ, নারী-পুরুষ নির্বিশেষে যাতে ভোট দিতে পারেন, সেটাই জাতিসংঘের লক্ষ্য।”

তিনি আরও জানান, বাংলাদেশে কখন নির্বাচন হবে তা নির্ধারণ করবে দেশটির সরকার ও জনগণ। তবে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গে তিনি বলেন, “এটি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। জাতিসংঘের দৃষ্টিতে অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত হওয়া।”

রাখাইন সংকট নিয়েও বক্তব্য দেন গোয়েন লুইস। তিনি বলেন, রাখাইনে মানবিক করিডোর বাস্তবায়ন সম্ভব হবে কেবল বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সম্মতিতে। এ বিষয়ে জাতিসংঘ সহায়তা দিতে প্রস্তুত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দেশ দুটি।

তিনি আরও জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

আরো পড়ুন