Ridge Bangla

কানে ইতিহাস গড়ছে বাংলাদেশের ‘আলী’, লালগালিচায় হাঁটার প্রস্তুতিতে রাজীব

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন, ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত এই সিনেমাটি কানের ‘স্বল্পদৈর্ঘ্য সিনেমা’ বিভাগে অফিসিয়াল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে—এটি বাংলাদেশের ইতিহাসে এই বিভাগে প্রথমবারের মতো স্থান পাওয়া কোনো চলচ্চিত্র।

পরিচালক রাজীব এর আগে প্রযোজক হিসেবে কান উৎসবে অংশ নিলেও এবার প্রথমবারের মতো পরিচালক পরিচয়ে লালগালিচায় হাঁটবেন তিনি। রাজীব বলেন, “‘আলী’ নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। কৌতূহলী বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকরা এটি কীভাবে নেবেন, সেটাই দেখার অপেক্ষায় আছি।”

আগামী ২৩ মে ‘আলী’ সিনেমাটির দুটি স্ক্রিনিং অনুষ্ঠিত হবে, যেখানে নির্মাতা ও টিমের সবাই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজীব। ইতোমধ্যে মুক্তি পাওয়া সিনেমার টিজার সামাজিকমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

কান উৎসবের ওয়েবসাইট অনুযায়ী, ‘আলী’ চলচ্চিত্রের গল্প উপকূলীয় একটি শহরকে ঘিরে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে শহরে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু তার গানের মধ্যেই লুকিয়ে আছে এক অজানা রহস্য।

টিজার প্রকাশের পর আলী চরিত্র এবং তার মায়ের সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যা নির্মাতার মতে বেশ উপভোগ্য। ফেস্টিভ্যালে অংশ নিতে এসে রাজীব সময় কাটাচ্ছেন অন্যান্য দেশের সিনেমা দেখে এবং আন্তর্জাতিক নির্মাতাদের সঙ্গে আড্ডা দিয়ে। সম্প্রতি তিনি সাক্ষাৎ করেন কানের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক ও ‘All We Imagine As Light’ খ্যাত পরিচালক পায়েল কাপাডিয়ারের সঙ্গে।

উল্লেখ্য, ৭৮তম কান চলচ্চিত্র উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।

আরো পড়ুন