Ridge Bangla

আন্তর্জাতিক অঙ্গনে বাজিমাত করছে ‘ইন ব্লিসফুল হেল’

দেশীয় গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সফলতার নতুন দিগন্তে পৌঁছেছে তরুণ নির্মাতা তাহসিন মাহিন পরিচালিত প্রামাণ্যচিত্র ‘ইন ব্লিসফুল হেল’। এবার এটি জায়গা করে নিয়েছে বুলগেরিয়ার সম্মানজনক গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভাল ২০২৫-এর অফিসিয়াল সিলেকশনে।

প্রামাণ্যচিত্রটি ৭ জুন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার সোফিয়া ব্যালকান প্যালেসের ‘Royal’ হলে প্রদর্শিত হবে। দর্শকদের জন্য উৎসবটির ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকবে।

এর আগে, ‘ইন ব্লিসফুল হেল’ অংশ নেয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ এবং সম্মানজনক প্রামাণ্যচিত্র পরিষদ-এর অফিসিয়াল সিলেকশন হিসেবেও নির্বাচিত হয়।

‘ইন ব্লিসফুল হেল’ একটি মানবিক গল্পের প্রামাণ্যচিত্র, যা দারিদ্র্য, বিশ্বাস ও কঠিন বাস্তবতার মাঝেও জীবনের সৌন্দর্য খুঁজে পাওয়ার অনুপ্রেরণাদায়ক বার্তা বহন করে। নির্মাতা তাহসিন মাহিনের সূক্ষ্ম পর্যবেক্ষণ ও আন্তরিক নির্মাণশৈলীর কারণে ছবিটি দেশ ও বিদেশের উৎসবে প্রশংসা কুড়াচ্ছে।

বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত—যেখানে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করে নিচ্ছে।

আরো পড়ুন