Ridge Bangla

টি-টোয়েন্টিতে হারের বিশ্বরেকর্ডে শীর্ষে এখন বাংলাদেশ

টি-টোয়েন্টি ক্রিকেটে লজ্জাজনক এক রেকর্ড গড়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে সিরিজ হারার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হারের দল হিসেবে এখন শীর্ষে টাইগাররা। ১৮৮ ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছে ১১২টিতে।

সিরিজ শুরুর আগে পর্যন্ত তালিকার শীর্ষে ছিল ওয়েস্ট ইন্ডিজ (১১০ ম্যাচে ১০৯ হার)। তবে পাকিস্তানে হোয়াইটওয়াশ হওয়ায় একচ্ছত্রভাবে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পরাজয়

  • বাংলাদেশ: ১১২ হার (১৮৮ ম্যাচে)

  • ওয়েস্ট ইন্ডিজ: ১০৯ হার (২১৬ ম্যাচে)

  • শ্রীলঙ্কা: ১০৬ হার (২০৩ ম্যাচে)

  • জিম্বাবুয়ে: ১০৩ হার

  • পাকিস্তান: ১০২ হার

শুধু পরাজয়ের সংখ্যাই নয়, জয়-পরাজয়ের হারের দিক থেকেও বাংলাদেশ রয়েছে নাজুক অবস্থানে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে জয় শতাংশে বাংলাদেশ দ্বিতীয় সর্বনিম্ন, মাত্র ৩৮.২৯ শতাংশ।

অপরদিকে, ভারতের রয়েছে সবচেয়ে বেশি জয় (২৪৭ ম্যাচে ১৬৪ জয়; ৬৬.৩৯%)। এরপর রয়েছে পাকিস্তান (২৬১ ম্যাচে ১৪৮ জয়; ৫৬.৭০%)।

২০২৪ সালের মে থেকে এখন পর্যন্ত ১৫ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে। বিশ্বকাপেও কোনো ম্যাচ জিততে পারেনি টাইগাররা। এই সময়ে যুক্তরাষ্ট্র, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও সর্বশেষ পাকিস্তানের কাছে সিরিজ হেরেছে তারা।

উল্লেখ্য, গত বছর ২৩ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ১০০তম পরাজয়ের ম্যাচ ছিল। এরপর থেকে ১৩টি ম্যাচে হেরেছে বাংলাদেশ, জয় এসেছে মাত্র দুইটিতে।

হারের এই রেকর্ড বাংলাদেশ কতদিন নিজের করে রাখে, সেটাই এখন বড় প্রশ্ন। লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের নেতৃত্বাধীন দল ঘুরে দাঁড়াতে না পারলে হয়তো এই বিব্রতকর রেকর্ড আরও বহুদিন বহন করতে হবে টাইগারদের।

আরো পড়ুন