Ridge Bangla

জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের প্রতিশ্রুতি

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরালো করতে এবং কার্যক্রমের সক্ষমতা বাড়াতে নতুন প্রতিশ্রুতি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সমাপনী দিনে (১৪ মে) এই ঘোষণা দেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি জানান, বাংলাদেশ পুলিশ ইউনিটে নারী শান্তিরক্ষীর সংখ্যা ১৫ শতাংশে উন্নীত করবে। এর পাশাপাশি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ক্যাম্প সার্ভিল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিদ্যমান শান্তিরক্ষা মিশনগুলোতে ১.৮ মেগাওয়াট ক্ষমতার সৌর প্যানেলও স্থাপন করা হবে।

বাংলাদেশ প্রতিনিধিদলের উপ-নেতা, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ সম্মেলনের একটি অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন। তিনি শান্তিরক্ষায় এআই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং কাঠামোবদ্ধ প্রশিক্ষণের মাধ্যমে শান্তিরক্ষীদের নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন লাইবেরিয়া, পানামা, ইসওয়াতিনি, গিনি, চেক প্রজাতন্ত্র এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। তিনি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মহাপরিচালক এবং ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের উপ-মহাসচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন।

আরো পড়ুন