Ridge Bangla

আরব আমিরাতের কাছে লজ্জার হার বাংলাদেশের

শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আরব আমিরাতের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ। বুধবার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেট ও ৫ বল হাতে রেখে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিক আমিরাত।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরুটা ছিল হতাশাজনক—মাত্র ৮৪ রানেই পড়ে যায় ৮ উইকেট। এরপর আফিফ হোসেন ও তাসকিন আহমেদের দৃঢ়তায় দলটি ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান তুলতে সক্ষম হয়। আফিফ করেন ৪৯ রান এবং তাসকিন ২৮ রান করে দলের বিপর্যয় কিছুটা সামাল দেন।

তবে এই মাঝারি স্কোর রক্ষা করতে ব্যর্থ হয় বাংলাদেশের বোলাররা। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে আমিরাতের ব্যাটাররা মাত্র ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার আলী হোসেন ৬৭ রানে অপরাজিত থেকে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ, কিন্তু পরবর্তী দুই ম্যাচে টানা হার টাইগারদের পারফরম্যান্সে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং—কোনো বিভাগেই তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেনি দলটি। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের কাছে এই পরাজয়ে হতাশ হয়েছেন দেশের ক্রিকেট সমর্থকরা।

এই পরাজয়ের ফলে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সামর্থ্য, কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা।

আরো পড়ুন