Ridge Bangla

সেনা ও বিজিপি সদস্যসহ ৪০ মিয়ানমার নাগরিককে ফেরত পাঠাল বাংলাদেশ

রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩৪ সদস্য এবং বিভিন্ন অপরাধে সাজাভোগ করা ৬ মিয়ানমার নাগরিককে বুধবার (৭ মে) স্বদেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। বিশেষ নিরাপত্তায় কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানে তাদের হস্তান্তর করা হয়।

রাখাইনে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরকান আর্মির সঙ্গে সংঘাতে পরাজিত হয়ে এসব সেনা ও বিজিপি সদস্যরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। পরে বিজিবি তাদের হেফাজতে নেয়। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিজিবির একটি বাসে করে তাদের কক্সবাজার বিমানবন্দরে আনা হয় এবং আনুষ্ঠানিকতা শেষে দুপুরে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান, এনএসআই, জেলা প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, এই হস্তান্তর কার্যক্রম পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হয়েছে।

এর আগে তিন ধাপে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৭৫২ মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানো হয় এবং বিপরীতে ২১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারি ২০২৩ থেকে শুরু হওয়া সংঘর্ষে বিদ্রোহী সংগঠন আরকান আর্মি রাখাইনের অন্তত ১৪টি টাউনশিপের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং বাংলাদেশের সঙ্গে থাকা ২৭১ কিলোমিটার সীমান্তজুড়ে প্রভাব বিস্তার করছে।

আরো পড়ুন