Ridge Bangla

আরব আমিরাতের সঙ্গে বাড়তি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলে আগামীকাল (১৯ মে) দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। এরপর পরিকল্পনা ছিল দেশ থেকেই পাকিস্তান সফরে যাওয়ার। তবে বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এখন আরব আমিরাতের বিপক্ষে অতিরিক্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে আমিরাত ক্রিকেট বোর্ডকে। পাকিস্তান সফরের অনিশ্চয়তার প্রেক্ষাপটে অতিরিক্ত ম্যাচটি সংযোজনের পরিকল্পনা করা হয়েছে।

মূল সূচি অনুযায়ী, শারজাহতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। এই সিরিজ শেষেই পাকিস্তান সফরের কথা থাকলেও ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সফরটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনকি পূর্বঘোষিত সূচি অনুযায়ী সফর হবে না, সেটিও প্রায় নিশ্চিত।

এই অবস্থায় বাড়তি সময় কাজে লাগিয়ে আরও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে চায় বাংলাদেশ, যাতে পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় পাওয়া যায়। সেই সঙ্গে বাংলাদেশ দল সরাসরি আমিরাত থেকেই পাকিস্তানে যাওয়ার সুযোগ পেতে পারে।

এদিকে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণের আগে খেলোয়াড়দের মতামত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিসিবি। এর মধ্যেই অতিরিক্ত ম্যাচের প্রস্তাব দেওয়া হলো।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে জানিয়েছেন, “বিসিবির পক্ষ থেকে একটি বাড়তি ম্যাচের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে দলের সঙ্গে থাকা বোর্ড সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি দেখছেন।”

আরো পড়ুন