যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সিনেট ও এসেম্বলিতে উদযাপিত হয়েছে বাংলাদেশ ডে এবং বাংলা নববর্ষ। স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) নিউইয়র্কের দুই আইনসভা—সিনেট ও এসেম্বলিতে একযোগে এই অনুষ্ঠান পালিত হয়। এই উপলক্ষে উত্তোলন করা হয় নিউইয়র্ক স্টেট, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা।
দিনের শুরুতে সিনেট মেজরিটি লিডার এন্ড্রিয়া স্টুয়ার্ট-কুজিন্স নিউইয়র্কের ক্যাপিটল হিলে প্রবাসী বাংলাদেশিদের স্বাগত জানান। অনুষ্ঠানে তিন শতাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে সিনেটর ও এসেমব্লিম্যানরা বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন এবং প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন।
তারা বাংলাদেশি কমিউনিটিকে নিউইয়র্কের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য “পরিশ্রমী ও উদ্যমী” হিসেবে আখ্যা দেন।
গত ৯ বছর ধরে নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলাদেশ ডে উদযাপন করা হচ্ছে। তবে এবার প্রথমবারের মতো এতে বাংলা নববর্ষ উদযাপনও যুক্ত হয়েছে। আয়োজকরা জানান, এখন থেকে প্রতিবছর স্টেট ক্যাপিটলে বাংলাদেশ ডে’র পাশাপাশি বাংলা নববর্ষও উদযাপিত হবে।