বাংলাদেশ নৌবাহিনী ভারতের গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)-এর কাছে প্রায় ২১ মিলিয়ন ডলারের (প্রায় ১৮০ কোটি রুপি) একটি ‘ওশান-গোয়িং টাগ’ জাহাজ নির্মাণের অর্ডার দিয়েছিল। তবে সম্প্রতি সেই অর্ডার বাতিল করা হয়েছে বলে GRSE এক স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছে।
অর্ডার প্রাপ্তির সময় GRSE-এর শেয়ারের দাম উর্ধ্বমুখী হলেও, বাতিলের খবরে তা নিম্নমুখী হয়েছে। তবে কেন এই অর্ডার বাতিল করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বাংলাদেশ নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছেন, তারা সিদ্ধান্তের বিষয়ে জানেন, তবে কারণ ও সময় সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি। বিশ্লেষকদের মতে, আগের সরকারের আমলে স্বাক্ষরিত কিছু আন্তর্জাতিক প্রতিরক্ষা ও বাণিজ্যিক চুক্তি বর্তমানে অন্তর্বর্তী সরকার পর্যালোচনা করে বাতিল করছে। GRSE-এর সঙ্গে এই অর্ডার বাতিলও সেই প্রক্রিয়ার অংশ হতে পারে।
‘ওশান-গোয়িং টাগ’ একটি বিশেষায়িত জাহাজ, যা সমুদ্রে বিপন্ন জাহাজগুলোকে টেনে আনতে বা ধাক্কা দিয়ে নাব্যতায় সহায়তা করতে ব্যবহৃত হয়। ফলে এই অর্ডার বাতিল প্রতিরক্ষা ও নৌযান নির্মাণ শিল্পে আলোচনার জন্ম দিয়েছে। তবে সরকারিভাবে ব্যাখ্যা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত ঘিরে নানা ধরনের জল্পনা অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।