বাংলাদেশ এখন একটি জটিল চৌরাস্তার মুখে দাঁড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্বশীল সব রাজনৈতিক দল, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন পরস্পরের বিরুদ্ধে মিথ্যা প্রচার ও ধোঁকাবাজির এই চক্র বন্ধ করে। দেশ এখন এক রূপান্তরের সন্ধিক্ষণে রয়েছে, যেখানে প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে পরিপক্কতা, সংযম এবং সততার ভূমিকা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “ছাত্রদলকে ঘিরে সাম্প্রতিক যে অপপ্রচার ছড়ানো হয়েছে, তা শুধু অগ্রহণযোগ্য নয়, বরং গভীর উদ্বেগজনক বিষয় হলো, কিছু গণমাধ্যম যাচাই-বাছাই না করেই সেই মিথ্যাচার প্রচারে অংশ নিয়েছে। এটি সাংবাদিকতার দায়িত্বশীলতার চরম লঙ্ঘন এবং দেশের রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলছে।”
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনীতিকে সত্য, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের উপর প্রতিষ্ঠা করতে হবে। মিথ্যা, বিভ্রান্তি ও কৃত্রিম প্রোপাগান্ডার রাজনীতি দেশকে কোনো ইতিবাচক পথে নিতে পারে না। এখনই সময় রাজনৈতিক অঙ্গনে সত্যের প্রতিষ্ঠা ও জনগণের আস্থার পুনরুদ্ধার ঘটানোর।”
ফখরুলের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এটি এক ধরনের সতর্ক বার্তা, যা আগামী দিনের রাজনীতিতে দায়িত্বশীল আচরণের গুরুত্বকে সামনে নিয়ে এসেছে।