Ridge Bangla

বিমানবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমানবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০২৫ বুধবার (২১ মে) যশোরে বিমানবাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে ৮৬তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি ২০২৫এ, এসপিএসএসসি ২০২৫এ এবং বিএলপিসি ২০২৫এ কোর্সের ৪৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। তাঁদের মধ্যে একজন ছিলেন নারী ক্যাডেট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

অফিসার ক্যাডেট মো. মুতাসিম বিল্লাহ তানিম ‘সোর্ড অব অনার’ ও ‘কমান্ড্যান্টস ট্রফি’ লাভ করেন। উড্ডয়ন প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য অফিসার ক্যাডেট তাকি তাহমিদ নিলয় ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং গ্রাউন্ড ব্রাঞ্চে শ্রেষ্ঠ ক্যাডেট মাহাদী হাসান তালহা ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ অর্জন করেন। সেরা স্কোয়াড্রন হিসেবে সম্মাননা পায় বীর উত্তম এ কে খন্দকার স্কোয়াড্রন।

প্রধান অতিথি মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বিমানবাহিনীর পেশাগত উৎকর্ষতা ও আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারা জাম্পিং প্রদর্শন দর্শকদের মুগ্ধ করে।

আরো পড়ুন