২০১৫ সালে মুক্তি পাওয়া সালমান খান অভিনীত বজরঙ্গি ভাইজান সিনেমাটি বলিউডে দারুণ সাড়া ফেলেছিল। মানবতা, ভালোবাসা ও সীমান্ত পেরিয়ে বন্ধুত্বের এই হৃদয়স্পর্শী গল্প প্রায় ৯৬৯ কোটি রুপি আয় করে এবং ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সম্মানিত হয়।
দীর্ঘদিন ধরেই এর সিকুয়েল নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে। সিনেমাটির গল্পকার এবং জনপ্রিয় চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদ নিজেই নিশ্চিত করেছেন, ‘বজরঙ্গি ভাইজান ২’ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি সালমান খানের সঙ্গে একটি বৈঠকে বিজয়েন্দ্র প্রসাদ সিকুয়েলের গুরুত্বপূর্ণ গল্পরেখা শোনান। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“গত ঈদে সালমানের সঙ্গে দেখা হয়েছিল। আমি তাকে গল্পের কয়েকটি লাইন বলেছিলাম। তিনি তা পছন্দ করেছেন। এখন দেখার বিষয় এটি কতদূর এগোয়।”
বাহুবলী খ্যাত পরিচালক এস এস রাজামৌলির পিতা বিজয়েন্দ্র প্রসাদ দক্ষিণ ভারতীয় সিনেমায় অত্যন্ত খ্যাতিমান, তবে বলিউডে তার অন্যতম সফল কাজ বজরঙ্গি ভাইজান। তিনিও দীর্ঘদিন ধরে এই সিনেমার সিকুয়েল নির্মাণে আগ্রহী ছিলেন। সালমান খানও এতদিন অপেক্ষা করছিলেন একটি যথাযথ গল্প ও সময়ের।
মূল সিনেমায় দেখা যায়, পবন নামের এক ভক্তিপরায়ণ যুবক এক বোবা পাকিস্তানি মেয়েকে তার দেশে ফিরিয়ে দিতে নিজের জীবন বাজি রাখেন। সেই আবেগঘন ও মানবিক গল্প দর্শকের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সিকুয়েলেও তেমনই একটি গভীর ও আবেগপ্রবণ গল্প প্রত্যাশা করছেন দর্শকরা।
এখন অপেক্ষা শুধু ‘বজরঙ্গি ভাইজান ২’–এর আনুষ্ঠানিক ঘোষণা এবং নির্মাণ শুরুর।