জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাতা কাজল আরিফিন অমির পরিচালনায় আবারও পর্দায় ফিরছে এই জনপ্রিয় সিরিজ। ঈদের দিন রাত থেকেই বঙ্গ অ্যাপে একসঙ্গে দেখা যাবে নতুন ৮টি পর্ব।
শনিবার (১ জুন) গুলশানে এক সংবাদ সম্মেলনে নির্মাতা অমি জানান, “এবারের সিজন হবে আরও বড়, আরও সিনেম্যাটিক। আগের সিজনগুলো মূলত ইউটিউব ও টিভির জন্য তৈরি হলেও এবারকার নির্মাণে থাকবে গভীরতা ও শৈল্পিকতা।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিরিজের নিয়মিত অভিনয়শিল্পী মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা ও ফারিয়া শাহরিনসহ আরও অনেকে।
নতুন সিজনের প্রথম ৮টি পর্ব দেখা যাবে বঙ্গ অ্যাপে ৪০ টাকা সাবস্ক্রিপশনে। জুলাই মাসের প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রিলিজ হবে দ্বিতীয় পর্বসমূহ। যাঁরা সাবস্ক্রাইব করতে ইচ্ছুক নন, তাঁরা প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯টায় যথাক্রমে চ্যানেল আই এবং ইউটিউবেও পর্বগুলো দেখতে পাবেন।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে দর্শকদের উত্তেজনা ও আলোচনা। নির্মাতা অমি আশা করছেন, এবারের সিজন হবে দর্শকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা।