ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব) এর ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সংগঠনের আহ্বায়ক শেখ আব্দুল কুদ্দুস এবং সদস্য সচিব মুহাম্মদ আব্দুল্লাহ এই কমিটি অনুমোদন করেন।
নতুন কমিটিতে সহকারী মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলামকে সভাপতি এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার তোফাজ্জল হোসেন মহসীনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে আছেন
- সিনিয়র সহ-সভাপতি: সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. নূরে আলম শাওন
- সাংগঠনিক সম্পাদক: উর্ধ্বতন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম
- সিনিয়র যুগ্ম সম্পাদক: সিনিয়র প্রিন্সিপাল অফিসার জিয়া মোহাম্মদ রাশেদ
ব্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ব্যাংকারদের একতাবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব)। এই নতুন কমিটি কৃষি ব্যাংকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা, কর্মকর্তা-কর্মচারীদের অধিকার রক্ষা এবং পেশাজীবী মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।