অভিনয়শিল্পী সংঘের সভাপতি হিসেবে সদ্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম। শিল্পীদের কল্যাণে নতুন কমিটির পক্ষ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। তাঁর মূল লক্ষ্য—অভিনয়কে একটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা।
আজাদ আবুল কালাম বলেন, “অভিনয় যে একটি পূর্ণাঙ্গ পেশা, তা এখনও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়। আমার প্রত্যাশা, অভিনয়কে যেন সরকার একটি স্বীকৃত পেশা হিসেবে ঘোষণা করে। আমাদের আগের নেতারাও এই বিষয়ে কাজ শুরু করেছিলেন, আমি চাই সে কাজ যেন বাস্তবায়নের দিকে এগিয়ে যায়।”
তিনি আরও জানান, “মব জাস্টিস বা গণ-অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম, থাকব। যদিও সবার প্রতিবাদের ভাষা এক নয়, তবুও আমরা ন্যায়সঙ্গতভাবে শিল্পীদের পাশে থাকব এবং শান্তিপূর্ণভাবে কথা বলব।”
নির্বাচন প্রসঙ্গে আজাদ বলেন, “অভিনয়শিল্পী সংঘের নির্বাচন সবসময় স্বচ্ছভাবে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সবচেয়ে বড় বিষয় হলো, এটি কোনো প্যানেলভিত্তিক নির্বাচন ছিল না। প্রতিটি প্রার্থী স্বতন্ত্রভাবে অংশ নিয়েছেন এবং অভিনেতারা নিজেরাই তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। আমরা বলেছি, এই নির্বাচনে ২১ জন জয়ী হবেন, কিন্তু কেউ হারবেন না। অভিনয়শিল্পীদের স্বার্থেই এ নির্বাচন—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”