Ridge Bangla

আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহ উদ্দিন

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।” সোমবার (১৫ এপ্রিল) রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহ উদ্দিন বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।” তিনি আরও বলেন, “ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে অমর হয়ে থাকবে।”

তিনি দাবি করেন, “বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তা—এসব আমাদের সংস্কৃতির অংশ। অথচ আওয়ামী লীগ এ সংস্কৃতি বিকৃত করতে মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করেছে।”

এ সময় সালাহ উদ্দিন বাংলা ও বাঙালির সংস্কৃতিকে রক্ষার জন্য সর্বগ্রাসী ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান।

আরো পড়ুন