Ridge Bangla

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, নিরাপত্তার স্বার্থে কঠোর সিদ্ধান্ত সরকারের

ছাত্র-জনতার টানা আন্দোলনের মুখে আওয়ামী লীগের সকল কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বহুবছর ধরে ক্ষমতায় থাকা দলটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, ‘জুলাই আন্দোলন’-এর কর্মী ও নেতাদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সাইবার স্পেসেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি পরিপত্র আগামী কর্মদিবসে জারি করা হবে।

উল্লেখ্য, এর আগেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার দাবিতে আন্দোলন জোরদার করেছিল সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিভিন্ন সংগঠন। বিশেষ করে, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের থাইল্যান্ড যাত্রার পরপরই এনসিপি নতুন কর্মসূচি ঘোষণা করে মাঠে নামে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন, যার মাধ্যমে এখন থেকে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। দুই, “জুলাই ঘোষণাপত্র” আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত।

এই সিদ্ধান্তগুলোকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন