ঢাকার নিউমার্কেটের কলেজগেট এলাকায় মো. কবির হোসেন (৪৩) নামের এক অটোরিকশাচালক ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে নগদ অর্থ, মোবাইল ফোন এবং ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নেয়।
আহত কবির হোসেন কুমিল্লার হোমনা উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় পরিবারসহ বসবাস করেন। গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
কবিরের ছেলে সাব্বির জানান, বুধবার রাতে ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে রওনা দেন তার বাবা। কলাবাগানে একজন যাত্রী নেমে গেলে, অন্যজন কলেজগেট পর্যন্ত যেতে বলেন। সেখানে পৌঁছালে একদল ছিনতাইকারী কবিরকে জোর করে একটি পিকআপ ভ্যানে তুলে নেয় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর তার সঙ্গে থাকা এক হাজার টাকা, মোবাইল ফোন এবং অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে যানবাহনটিও ছিনিয়ে নেয়।
পুলিশ জানায়, তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছে, তবে এখনও কাউকে আটক করা যায়নি।