Ridge Bangla

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাজে এক স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টার দিকে ড্রেইয়ার্সচুৎজেনগাস নামক একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই ক্লাস চলাকালীন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় প্রশাসনের বরাতে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ওআরএফ জানায়, হামলাকারী স্কুলের শিক্ষার্থী ছিলেন এবং ঘটনার একপর্যায়ে নিজেই আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে আর কোনো ঝুঁকি নেই।

গ্রাজ শহরের মেয়র এলকে কাহর এ ঘটনাকে ‘ভয়ানক ট্র্যাজেডি’ বলে উল্লেখ করে জানান, নিহত ৯ জনের মধ্যে সাতজন স্কুল শিক্ষার্থী, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং একজন সন্দেহভাজন বন্দুকধারী। হামলাটি শহরের দুটি শ্রেণিকক্ষে চালানো হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চলে।

অস্ট্রিয়ায় স্কুলে এ ধরনের গোলাগুলির ঘটনা অতীতে কখনো ঘটেনি। দেশটির গণমাধ্যমগুলোর ভাষায়, এটি অস্ট্রিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ স্কুল হামলা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্থানীয় সূত্রের বরাতে জানায়, এ ঘটনায় একাধিক আহতও হয়েছেন, তবে নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা হয়নি।

এদিকে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতারা। সরকার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে এবং হামলার নেপথ্য কারণ উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন