জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী ও দলটির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরসহ ১৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার (২ জুন) দুপুরে খলিলুর রহমান নামের এক ব্যক্তি এ মামলা করেন। মামলায় আরও ২০-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বাদী খলিলুর রহমান তার অভিযোগে জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লালমনিরহাট-৩ আসনের ধানের শীষ প্রার্থীর পক্ষে নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ভোট চলাকালে জি এম কাদেরসহ অন্যদের নির্দেশে তাকে কেন্দ্রের বাইরে ডেকে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার শিকার হতে হয়। সেই সময় তিনি থানায় মামলা করতে গেলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেনি বলে দাবি করেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মামলার বিষয়ে এখনো জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।