পেহেলগামে ঘটে যাওয়া নারকীয় জঙ্গি হামলার ৭২ ঘণ্টা পার হলেও দেশের উত্তেজনা এখনো কমেনি। ইতোমধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপড়েন শুরু হয়েছে এবং দেশজুড়ে চলছে নানা প্রতিক্রিয়া। এমন সময় একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান।
সদ্য পরিচালক হিসেবে কাজ শুরু করা আরিয়ানের কলকাতায় আসার কথা ছিল ২৬ এপ্রিল, যেখানে একটি জমকালো পার্টির আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। ওই দিন কলকাতার ইডেনে নাইট রাইডার্সের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে টলিউড ও বলিউডের বহু তারকাকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল তার।
তবে পেহেলগামের মর্মান্তিক ঘটনার পর সেই পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন আরিয়ান খান। তার টিম জানিয়েছে, এই দুঃখজনক সময়ে এমন পার্টি আয়োজন করা উপযুক্ত হবে না বলে মনে করছেন তিনি।
জানা গেছে, এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ইতিমধ্যেই নুসরাত জাহান, ঐন্দ্রিলা সেন, রুক্মিণী মৈত্র, সম্পূর্ণা লাহিড়ী, সুস্মিতা চট্টোপাধ্যায় ও তৃণা সাহার মতো জনপ্রিয় তারকাদের কাছে পৌঁছে গিয়েছিল। পার্টিতে উপস্থিত থাকার কথা ছিল আরিয়ানের বোন সুহানা খান ও তাদের ঘনিষ্ঠ বন্ধুদেরও।
উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম সেখানে ভারতীয় শাসনের বিরুদ্ধে অবস্থান নেন এবং কেউ কেউ চান কাশ্মির পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক কিংবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। ভারত একে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে বিবেচনা করে এবং এর পেছনে পাকিস্তানের প্রভাব রয়েছে বলে দাবি করে। অন্যদিকে, পাকিস্তানের মতে, এটি একটি ন্যায্য স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক মানুষ, বিদ্রোহী ও নিরাপত্তা কর্মী।