Ridge Bangla

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চেক প্রতারণার মামলায় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল।

জানা গেছে, এদিন মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে চয়নিকা চৌধুরী আদালতে অনুপস্থিত থাকেন। তাঁর আইনজীবী সময় প্রার্থনা করলে আদালত তা গ্রহণ না করে জামিন বাতিল করেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ২৪ আগস্ট ‘জীবন সুন্দর হোক’ শিরোনামে একটি নাটক নির্মাণের জন্য চয়নিকার সঙ্গে চুক্তিবদ্ধ হন প্রযোজক রাশেদুল ইসলাম। চুক্তির আওতায় চয়নিকাকে ২ লাখ ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এরপর ৩০ অক্টোবর তিনি সেই টাকার সমপরিমাণ একটি চেক প্রদান করেন প্রযোজককে।

তবে নাটকটি আর নির্মিত হয়নি। নির্মাণে অনাগ্রহ দেখান চয়নিকা এবং প্রযোজকের একাধিক তাগাদা সত্ত্বেও কাজটি সম্পন্ন না করায় তিনি চেকের অর্থ তুলতে গেলে তা বারবার ডিজঅনার হয়। আইনি নোটিশ পাঠালেও অর্থ ফেরত দেওয়া হয়নি।

পরবর্তীতে ২০১৩ সালের ১৪ মে প্রযোজক ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন। ২০১৪ সালের ২ জুন চয়নিকা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। তবে আদালতে ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকায় এবার তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি আদেশ দেওয়া হলো।

আরো পড়ুন