Ridge Bangla

নাগেশ্বরীতে ভিজিএফের সাড়ে ৭ মেট্রিক টন চাল জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সাড়ে ৭ মেট্রিক টন (৭,৫০০ কেজি) সরকারি চাল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানা পুলিশের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় ৮ হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণের জন্য ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযোগ ওঠে, সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগম ও কয়েকজন ইউপি সদস্য বিতরণের আগেই স্লিপগুলো স্থানীয় কিছু ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। পরে স্লিপের মাধ্যমে চাল উত্তোলন করে গোপনে বাজারের গুদামে মজুত করা হয়।

অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযানে নামে এবং ইউনিয়ন পরিষদ সংলগ্ন গুদামগুলো থেকে বিপুল পরিমাণ চাল জব্দ করে। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত ইউপি সদস্য ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ মানুষের জন্য বরাদ্দ থাকা চালের বেশিরভাগ স্লিপ স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছিল। অভিযানে জব্দকৃত চাল উপজেলা প্রশাসনের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত মামলা করা হবে। তবে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগম স্লিপ বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।

আরো পড়ুন