Ridge Bangla

কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তিন দিনের সরকারি সফর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের উত্তরসূরি জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৫ মে) তিনি ঢাকায় পৌঁছান। সফরের বিস্তারিত তুলে ধরে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধানসহ দেশটির ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশ সেনাপ্রধান।

৩ মে কাতারে পৌঁছে সফরের প্রথম দিনেই তিনি কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে দুই দেশের মধ্যে অলিম্পিক কমিটির সহযোগিতা, ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় এবং বাংলাদেশে একটি ‘অলিম্পিক ভিলেজ’ নির্মাণের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যে সামরিক ও ক্রীড়া সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণের পথ প্রশস্ত হবে।

আরো পড়ুন