নাটক দিয়ে অভিনয়জগতে পরিচিতি পাওয়া অর্চিতা স্পর্শিয়া বর্তমানে নাটকে খুব একটা নিয়মিত নন। তিনি এখন মূলত সিনেমায় অভিনয় করলেও সংখ্যায় তার কাজ তুলনামূলকভাবে কম। তবে অভিনয় থেকে তিনি একেবারে দূরে নন—বেছে বেছে চরিত্র, গল্প এবং নির্মাতার মান বিবেচনা করে কাজ করছেন।
সম্প্রতি ‘পায়েল’ নামের একটি নাটকে ‘জরি’ চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন স্পর্শিয়া। নাটকটি পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান এবং এটি নির্মিত হয়েছে এক ব্যতিক্রমী গল্পকে ঘিরে, যেখানে প্রেম, বাস্তবতা এবং সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
‘জরি’ চরিত্রে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, “এই চরিত্রের মাধ্যমে আমি বুঝেছি, প্রেমের পাশাপাশি আত্মবিশ্বাস, স্বাধীনতা আর আত্মমর্যাদার জন্যও মানুষকে লড়তে হয়। আমি চেয়েছি, জরিকে আরও বাস্তব করে দর্শকের সামনে উপস্থাপন করতে।”
নাটকটির শুটিং হয়েছে জামালপুরে, যেখানে বাস্তব জীবনের আবহ তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র ‘কুতুব’, যার ভূমিকায় ছিলেন খায়রুল বাসার। তিনি একজন স্বপ্নবাজ তরুণ, যিনি একদিকে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করছেন, অন্যদিকে জরির সঙ্গে সম্পর্কের জটিলতায় জর্জরিত।
এই নাটকের মাধ্যমে স্পর্শিয়া আবারও প্রমাণ করেছেন, তিনি এখনো অভিনয়ে সক্রিয় এবং শক্তিশালী চরিত্রের প্রতি তার দখল ও নিবেদন আগের মতোই অটুট।