Ridge Bangla

আরণ্যকের নতুন নির্বাহী কমিটি গঠন

দেশের অন্যতম নাট্য সংগঠন আরণ্যক নাট্যদলের দুই বছর মেয়াদী নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। ওই বছরের ২০ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক দিয়ে তারা প্রথমবার মঞ্চে আসে।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আরণ্যকের নিজস্ব কার্যালয়ে আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটি গঠিত হয়। আগামী দুই বছর এই কমিটি দলের সব কার্যক্রম পরিচালনা করবে।

নতুন কমিটিতে প্রধান সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হারুন রশীদ। অর্থ সম্পাদক হয়েছেন শেখ জিয়াদুল হক, প্রযোজনা সম্পাদক মরু ভাস্কর, প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী এবং দপ্তর সম্পাদক রুবলী চৌধুরী। সম্পাদক মণ্ডলীর সহযোগী সদস্য হিসেবে আছেন শামীমা শওকত লাভলী, হাসিম মাসুদ ও সুজাত শিমুল।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ সদস্য চঞ্চল চৌধুরী। উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ, সিনিয়র সদস্য আজিজুল হাকিম, ঠান্ডু রায়হান, পরিমল মজুমদার, দিলু মজুমদারসহ আরও অনেকে।

সভায় প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ বলেন, “৫৩ বছর আগে যে স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আরণ্যক নাট্যদল যাত্রা শুরু করেছিল, তার সঙ্গে আজ যুক্ত হয়েছে আরও নতুন নতুন স্বপ্ন ও আকাঙ্ক্ষা। আশা করি, নতুন কমিটি এসব স্বপ্ন বাস্তবায়নে নেতৃত্ব দেবে।”

সভাপতির বক্তব্যে চঞ্চল চৌধুরী বলেন, “নতুন কমিটির মাধ্যমে একদল নবীন ও উদ্যমী সদস্য দলীয় দায়িত্ব পেয়েছেন। আমি বিশ্বাস করি, তারা মেধা, শ্রম ও সাংগঠনিক দক্ষতা দিয়ে আরণ্যক নাট্যদলের আদর্শ বহুদূর এগিয়ে নিয়ে যাবে।”

আরো পড়ুন