Ridge Bangla

কপিরাইট মামলায় এ আর রহমানকে ২ কোটি রুপি জামানত দেওয়ার নির্দেশ

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান ও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজকে দুই কোটি রুপি জামানত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মণি রত্নম পরিচালিত চলচ্চিত্র ‘পোন্নিয়িন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’ নিয়ে এই মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, এ আর রহমানের সুর করা এ গানের সুর নেওয়া হয়েছে অন্য একটি সংগীতকর্ম থেকে।

মামলাটি করেন প্রখ্যাত ভারতীয় ধ্রুপদি সংগীতশিল্পী ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ফাইয়াজ ওয়াসিফউদ্দিন ডাগর। তাঁর দাবি, ‘বীরা রাজা বীরা’ গানটির সুর তাঁর বাবা নাসির ফৈয়াজউদ্দিন ডাগর এবং কাকা জহিরউদ্দিন ডাগরের রচিত ‘শিবা স্তুতি’ থেকে নেওয়া হয়েছে। তিনি আদালতে গানটির ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ ও ক্ষতিপূরণ দাবির আবেদন জানান।

মামলার শুনানিতে বিচারপতি প্রতিভা এম সিং পর্যবেক্ষণ করেন যে, ‘শিবা স্তুতি’ কেবলমাত্র ‘বীরা রাজা বীরা’ গানকে অনুপ্রাণিত করেনি, বরং সামান্য কিছু পরিবর্তনের পরও দুটির মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে।

এ আর রহমান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ‘শিবা স্তুতি’ হিন্দুস্তানি ধ্রুপদ ধারার একটি ঐতিহ্যবাহী সংগীতকর্ম, যা জনসাধারণের সম্পদ হিসেবে বিবেচিত। তিনি দাবি করেন, ‘বীরা রাজা বীরা’ একটি সম্পূর্ণ মৌলিক সৃষ্টি, যেখানে ২২৭টি পৃথক স্তর এবং পশ্চিমা সংগীতের নানা উপাদান যুক্ত করা হয়েছে।

আরো পড়ুন