বলিউডের ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী অনু আগারওয়াল সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্র শিল্প সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, “সিনেমা ইন্ডাস্ট্রি ছিল এক নোংরা ব্যবসা, আমি আর এর মধ্যে নেই।”
১৯৯০ সালে ‘আশিকি’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পাওয়া এই অভিনেত্রী জানান, সেই সিনেমার পুরো পারিশ্রমিকও তিনি পাননি। পিঙ্কভিলা-কে দেওয়া সাক্ষাৎকারে অনু বলেন, “‘আশিকি’ ছবির ৬০ শতাংশ পারিশ্রমিক পেয়েছি, বাকি ৪০ শতাংশ এখনও বকেয়া। তবে আমি কখনো সেটা চাইতেও যাইনি। ওকে ম্যান, এটা না হয় ওদের জন্য একটা গিফট।”
সেই সময়কার বলিউডের অন্ধকার দিক নিয়েও তিনি মুখ খুলেছেন। অনু বলেন, “সেসময় ইন্ডাস্ট্রিতে দাউদ ইব্রাহিমের মতো লোকেরা শাসন করত। টাকার বেশিরভাগই আসত আন্ডারওয়ার্ল্ড থেকে। সব কিছু চলত টেবিলের নিচ দিয়ে।”
তিনি আরও বলেন, “মডেলিং থেকে আমি সিনেমার চেয়ে বেশি উপার্জন করেছি। অনেক বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছি। এখন সিনেমা করলে বুঝতে পারি তখনকার ইন্ডাস্ট্রি কতটা অস্বচ্ছ ছিল।”
অনু আগারওয়ালের এই বক্তব্যে ৯০-এর দশকের বলিউডের এক অজানা এবং অন্ধকার অধ্যায়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা আজও অনেকের অজানা রয়ে গেছে।