Ridge Bangla

মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি, বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজনের পদ স্থগিত

বরিশালে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহকে সংগঠন থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের নয় মাস পর, চলতি বছরের ১৪ মে মারজুক হামলাসংক্রান্ত একটি মামলায় ২৪৭ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার বা যুক্ত করার প্রক্রিয়া নিয়ে ওঠে চাঁদাবাজির অভিযোগ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং স্থানীয়ভাবে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এই পরিস্থিতিতে মারজুককে সংগঠনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তবে তার জবাব সন্তোষজনক না হওয়ায় সংগঠনের বরিশাল জেলা শাখা তাকে তার পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার রাতে সংগঠনের বরিশাল জেলা শাখার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ এবং মুখপাত্র সুমি হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মারজুকের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাই এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন