ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে পুরো উপমহাদেশে চলছে রাজনৈতিক উত্তাপ, যার প্রভাব পড়েছে বিনোদন জগতেও। এমন পরিস্থিতিতে টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা একটি আবেগঘন বাংলাদেশসংক্রান্ত পোস্ট দিয়ে পড়েন বিতর্কের মুখে। শেষ পর্যন্ত চাপের মুখে পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন তিনি।
অঙ্কুশের সেই পোস্টে ছিল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ। তিনি লিখেছিলেন, “হঠাৎ খুঁজে পেলাম। প্রায় ১১ বছর আগের ছবি। শেষবার বাংলাদেশে গিয়েছিলাম শ্যুটিং করতে। অপেক্ষায় থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবথেকে বেশি ভালোবাসা অভিনেতা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি, সেটা হল বাংলাদেশ।”
এই পোস্টে আপ্লুত হন অনেক বাংলাদেশি ভক্ত। কিন্তু ভারতের কিছু ব্যবহারকারী বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে সমালোচনায় মুখর হন। কেউ কেউ এই পোস্টকে “পাকিস্তানের পক্ষ নেওয়ার মতো” বলে তুলনা করেন। শুরু হয় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়।
পরিস্থিতির জটিলতা এড়াতে অঙ্কুশ শেষ পর্যন্ত পোস্টটি মুছে ফেলেন, যদিও গুগল সার্চ ক্যাশে এখনো সেই পোস্টের চিহ্ন রয়ে গেছে। জানা যায়, পোস্টটি মুছে দেওয়ার আগে তা ৪৫ হাজারের বেশি রিঅ্যাকশন পেয়েছিল।
বাংলাদেশে অঙ্কুশের রয়েছে উল্লেখযোগ্য জনপ্রিয়তা। তিনি কাজ করেছেন মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার মতো শীর্ষস্থানীয় অভিনেত্রীদের সঙ্গে এবং এদেশের দর্শকদের কাছ থেকে পেয়েছেন উষ্ণ ভালোবাসা ও আতিথেয়তা।
অঙ্কুশ এই বিতর্কে সরাসরি কোনো মন্তব্য না করলেও তার ভক্তরা মনে করছেন, এটি ছিল একজন শিল্পীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতার প্রকাশ, যার সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো সম্পর্ক ছিল না।