বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে দীর্ঘদিন ধরে ট্রোল এবং সমালোচনার মুখে ছিলেন, বিশেষ করে ‘কেশরী-২’ সিনেমায় অভিনয়ের ঘোষণার পর থেকেই। অনেকেই তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছিল তার পোস্টের কমেন্টবক্স। কিন্তু সব সমালোচনার জবাব অনন্যা দিয়েছেন নিজস্ব অভিনয়ের মাধ্যমে।
সম্প্রতি জনপ্রিয় বিনোদনমাধ্যম কইমই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার পরিচালক করণ সিং ত্যাগী বলেন,
“পর্দায় অনন্যা সত্যি বলতে ডাইনামাইট। তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। চরিত্রটা এমন ছিল, যেখানে কোমলতা ও দৃঢ়তা একসঙ্গে থাকতে হতো। অনন্যা সেটা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।”
তিনি আরও বলেন, “আমরা শুরু থেকেই চিত্রনাট্যের প্রতি সৎ ছিলাম। গল্পের প্রয়োজনে এমন একজন তরুণী অভিনেত্রী দরকার ছিল, যিনি ভারতের প্রথম নারী আইনজীবীর চরিত্রে অভিনয় করতে পারেন। অনন্যার চোখে আমি সেই আত্মবিশ্বাস এবং আবেগ খুঁজে পেয়েছিলাম।”
পরিচালকের মতে, এটি অনন্যার ক্যারিয়ারের অন্যতম সংবেদনশীল ও পরিণত অভিনয়।
‘কেশরী-২’ সিনেমায় অনন্যার সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার, আর মাধবন এবং আরও কয়েকজন গুণী শিল্পী। তবে সবকিছুর মধ্যেও অনন্যা নিজের অভিনয় দিয়ে স্বতন্ত্রভাবে আলোচনায় এসেছেন।
নানা নেতিবাচক মন্তব্যের মাঝে থেকেও অনন্যা যেভাবে নিজেকে প্রমাণ করেছেন, তা আজকের তরুণ অভিনেত্রীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে ধরা হচ্ছে।