Ridge Bangla

সমন্বয়ক সেজে চাঁদাবাজি, আওয়ামী লীগ নেতার ছেলে রিমনের বিরুদ্ধে অভিযোগ

হবিগঞ্জে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে রিমন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। তবে অভিযুক্ত রিমনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংগঠনটি।

রিমন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবিদুর রহমানের ছেলে।

রোববার (১২ মে) সংগঠনের মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রিমন সংগঠনের আহ্বায়ক ও সদস্যসচিবের সঙ্গে তোলা একটি ছবি ব্যবহার করে নিজেকে “সমন্বয়ক” পরিচয় দিচ্ছেন এবং তা ব্যবহার করে এলাকায় নানা অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিমনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক ব্যবসার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ সংগঠনের হাতে রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, রিমনের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি জেলা কমিটির কোনো পর্যায়ের সদস্য নন।

সংগঠনটি আরও জানায়, রিমনের কোনো ধরনের অপকর্মের দায় তারা বহন করবে না এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন