Ridge Bangla

শনিবার (২৪ মে) খোলা থাকবে সব সরকারি অফিস

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৪ মে) দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের আগে অতিরিক্ত ছুটির কারণে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর বদলে ১৭ মে ও ২৪ মে, দুই শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীরা ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দাপ্তরিক কার্যক্রম সচল রাখতেই দুই শনিবার অফিস চালু রাখা হচ্ছে।

তবে ছুটির সময়কালীন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবাসহ জরুরি পরিষেবাগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। এসব খাতে নিয়োজিত কর্মী ও যানবাহন নিয়মিতভাবে কাজ করে যাবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে কর্মকর্তা-কর্মচারীরা একদিকে যেমন টানা ছুটি উপভোগ করতে পারবেন, অন্যদিকে দাপ্তরিক কাজেও বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন