বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট, যিনি তার অভিনয় দক্ষতা ও স্টাইল সেন্সের জন্য পরিচিত, একবার একটি আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। ঘটনাটি ঘটে ২০২৩ সালের মেট গালাতে, যেখানে প্রথমবারের মতো অংশগ্রহণ করেন আলিয়া।
নিউইয়র্কে অনুষ্ঠিত এই বিশ্বখ্যাত ফ্যাশন ইভেন্টে আলিয়াকে রেড কার্পেটে দেখা যায় তার ডিজাইনার প্রবাল গুরুংয়ের সঙ্গে। আন্তর্জাতিক মিডিয়ার সামনে হাসিমুখে পোজ দিচ্ছিলেন তিনি। ঠিক তখনই কিছু পাপারাজ্জি ভুল করে তাকে “ঐশ্বরিয়া রাই বচ্চন” বলে ডেকে বসেন।
যদিও আলিয়া মুচকি হেসে বিষয়টি এড়িয়ে যান এবং আত্মবিশ্বাসের সঙ্গে রেড কার্পেট পার হন, ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এটি নিয়ে ট্রল, মজার পোস্ট এবং আলোচনার ঝড় বয়ে যায়।
অনেকেই বিষয়টি তুলনা করেন আম্বানি পরিবারের ‘নিতা মুখেশ আম্বানি কালচারাল সেন্টার’ উদ্বোধনের সময়কার ঘটনার সঙ্গে, যেখানে পাপারাজ্জিরা হলিউড তারকাদের ভুল নামে সম্বোধন করেছিলেন। টম হল্যান্ডকে বলা হয় “মাকড়ি ম্যান”, জেনডায়াকে “ঝাণ্ডেয়া”, আর নিক জোনাসকে “নিকওয়া”।
মেট গালার ঘটনার পর ২ মে আলিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইভেন্টের কিছু চোখ ধাঁধানো ছবি পোস্ট করেন। সেখানে তাকে দেখা যায় একটি সাদা রঙের মুক্তা-খচিত বল গাউনে, যা ছিল ডিজাইনার কার্ল লাগারফেল্ডের ‘শ্যানেল ব্রাইড’ থিমে উৎসর্গীকৃত। সাজে ছিল হীরার দুল, গ্লাভস, আংটি ও আধা বাঁধা চুলে হালকা মেকআপ—যা ছিল সম্পূর্ণ এলিগেন্ট।
যদিও মুহূর্তটি ছিল বিব্রতকর, আলিয়া ভাটের উপস্থিতি, সৌন্দর্য ও আত্মবিশ্বাস সেই রাতে বিশ্ব ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ে এবং প্রমাণ করে, তিনি এখন আন্তর্জাতিক লাল গালিচায়ও স্বতন্ত্র এক পরিচিত মুখ।