বাংলাদেশে নির্মিত আন্তর্জাতিক মানের সমুদ্রগামী জাহাজসহ অন্যান্য জলযান আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। সোমবার (১৯ মে) ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি সচিবালয়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন। আলোচনায় দুই দেশের মধ্যে জাহাজ শিল্পে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।
আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ জাহাজ শিল্পে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণের সক্ষমতার কারণে আমরা বাংলাদেশের তৈরি জলযান আমদানিতে আগ্রহী।” তিনি আরও জানান, আলজেরিয়া বাংলাদেশের মেরিটাইম খাতে দক্ষ জনশক্তি কাজে লাগাতে আগ্রহী এবং যৌথ উদ্যোগে কাজ করার প্রস্তাব দেন।
নৌপরিবহন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ সরকার ও বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ করে সেগুলো বহির্বিশ্বে রপ্তানি করছে। খুলনা শিপইয়ার্ডে সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি জাহাজগুলো ইতোমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জন করেছে।” তিনি আরও উল্লেখ করেন, দক্ষ জনবল গঠনে মেরিন একাডেমিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আলোচনার এই অগ্রগতি বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে নতুন বাজার সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের সক্ষমতা তুলে ধরার এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।