Ridge Bangla

সাত বছর বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’

নতুন রূপে ও স্বপ্ন নিয়ে আবারও শুরু হতে যাচ্ছে জনপ্রিয় তারকা খোঁজার প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’। সাত বছর বিরতির পর এবারের আয়োজন শুরু হচ্ছে, ইতোমধ্যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত।

১৮ থেকে ২৭ বছর বয়সী নারীরা লাক্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবারের আসরে প্রতিযোগিতার কাঠামোয় যুক্ত হয়েছে আধুনিকতা ও ডিজিটাল দক্ষতার মূল্যায়ন। অভিনয় ও স্টাইলের পাশাপাশি এবার গুরুত্ব দেওয়া হচ্ছে কনটেন্ট তৈরির সামর্থ্যের ওপরও। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতা এবং ডিজিটাল দক্ষতা দিয়ে নিজেদের প্রমাণের সুযোগ পাবেন।

এবারের একটি বড় আকর্ষণ হচ্ছে বিচারক প্যানেল। তাতে রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ছোট পর্দার তারকা মেহজাবীন চৌধুরী এবং তরুণ নির্মাতা রায়হান রাফী। তারা শুধু বিচারক হিসেবেই থাকবেন না, বরং প্রতিযোগীদের মেন্টর হিসেবে গাইড করবেন স্বপ্নপূরণের পথে।

প্রোমো ভিডিওতে দেখা গেছে আগের মৌসুমের লাক্স তারকা বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলাকে। উল্লেখ্য, ২০০৫ সালে যাত্রা শুরু করা এই শো সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে, যেখানে বিজয়ী হন মিম মানতাসা।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে। নতুন ‘লাক্স সুপারস্টার’ কে হন, সেটি দেখার অপেক্ষায় এখন পুরো বিনোদন অঙ্গন।

আরো পড়ুন