Ridge Bangla

আবার পর্দায় একসঙ্গে আফরান নিশো ও নাবিলা

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হাউজফুল শো, আন্তর্জাতিক মুক্তি এবং দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেই আবারও নতুন এক চমক নিয়ে হাজির হচ্ছেন নিশো। এবার তিনি আসছেন ওটিটি প্ল্যাটফর্মে।

বর্তমানে সিরিজটির নাম রাখা হয়েছে ‘আকা’, যদিও ‘আজাদ’ নামটি নিয়েও ভাবনা চলছে। এটি পরিচালনা করছেন ভিকি জাহেদ, যিনি নিশোর সঙ্গে ‘পুনর্জন্ম’ সিরিজে কাজ করে দর্শকমহলে প্রশংসিত হয়েছিলেন।

সিরিজটির আরেকটি বড় চমক হলো, নিশোর বিপরীতে এবার থাকছেন ‘তুফান’ সিনেমাখ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এটিই হতে যাচ্ছে নিশো-নাবিলা জুটির প্রথম প্রজেক্ট। শুরুর দিকে এই চরিত্রে তানজিম সায়রা তটিনীর থাকার কথা থাকলেও শেষপর্যন্ত নাবিলাকেই চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই

ঢাকা ও আশপাশের বিভিন্ন লোকেশনে শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এখন চলছে সম্পাদনার কাজ। সিরিজটি মুক্তি পাবে একটি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে।

নাবিলা এই সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল রায়হান রাফীর তুফান সিনেমায়। অন্যদিকে, আফরান নিশোও এই সিরিজের মাধ্যমে বেশ কিছুদিন পর ওটিটিতে ফিরছেন। তার শেষ ওটিটি প্রজেক্ট সাড়ে ষোলো তেমন সাড়া ফেলেনি, ফলে আকা নিয়ে দর্শকের প্রত্যাশাও বেশি।

সিরিজটিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি, যিনি এখানে একজন কল গার্লের চরিত্রে অভিনয় করছেন।

এখন পর্যন্ত সিরিজটি নিয়ে নির্মাতারা বিস্তারিত কিছু না জানালেও, এটি একটি রহস্যময় থ্রিলার ঘরানার গল্প হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

আরো পড়ুন